English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৭:০৩

সানিয়া-হিঙ্গিস জুটির নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
সানিয়া-হিঙ্গিস জুটির নতুন রেকর্ড

এমনটা হওয়ারই ছিল। বিশ্বের সেরা মহিলা টেনিস জুটি গতকালই রেকর্ড স্পর্শ করে ফেলেছিল। এদিন ছিল ছাপিয়ে যাওয়ার পালা। সেটা করে ফেললেন সানিয়া-হিঙ্গিস জুটি।

আর বৃহস্পতিবার সিডনি ইন্টারন্যাশনালের সেমিফাইনাল জয়ের সঙ্গে সঙ্গেই টানা ২৯টি ম্যাচ জয়ের রেকর্ড করে ফেললেন সানিয়ারা। ১৯৯৪ এ ২৮টি ম্যাচ জিতে রেকর্ড করেছিলেন পুয়ের্তো রিকার গিগি ফার্নান্ডেজ ও বেলারুসের নাতাশা জাভেরিভা জুটি। সামনে যদিও রয়েছে আরও বড় রেকর্ডের হাতছানি।

টানা ৪৪ ম্যাচ জয়ের রেকর্ড এখনও রয়েছে জানা নোভোতনা-হেলেনা সুকোভার দখলে। যেটা তারা করেছিলেন ১৯৯০ এ। এদিন সানিয়া মির্জা, মার্টিনা হিঙ্গিস ৪-৬, ৬-৩, ১০-৮ এ হারালেন ইয়ারোস্লাভা শেভেদোভা এবং রালুকা ওলারু জুটিকে।