English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৬

আইপিএলের নিলামে চার বাংলাদেশি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক
আইপিএলের নিলামে চার বাংলাদেশি ক্রিকেটার

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিলামের আগেই কলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখে দিয়েছে। নতুন খবর হলো ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে নাম আছে আরও চার বাংলাদেশি ক্রিকেটারের। সেই চার তরুণ তুর্কি হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, পেসার তাসকিন আহমেদ এবং 'মি. কাটার’ মুস্তাফিজুর রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে নিলাম হবে আইপিএলের পরবর্তী আসরের। ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলের ৮ তারিখে। এবার পুনে ও রাজকোট নামে দুটি নতুন দুটি ফ্র্যাঞ্জাইচি যুক্ত হতে যাচ্ছে আইপিএল এ।