English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৩:৩৬

ছোটবেলায় নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলেন শচীন!

অনলাইন ডেস্ক
ছোটবেলায় নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলেন শচীন!

পৃথিবীর ক্রিকেট ইতিহাসের উজ্জল নক্ষত্র মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ছোটবেলায় খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন নিশ্চিত মৃত্যু থেকে। ক্রিকেটের প্রায় সকল রেকর্ডের মালিক টেন্ডুলকার যার জন্য কোন বিশেষনই পরিপূর্ণ নয়। মুম্বাই রেলওয়ে পুলি‌শের উদ্যোগে পথচারীদের নিরাপত্তা বিষয়ে আয়েজিত একটি অনুষ্ঠানে নিজেই জানালেন, কীভাবে তাঁর জীবনের ইনিংস শেষ হয়ে যেতে পারত সেই শিশুকালেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই ঘটনাটি বলছিলেন শচীন। “সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ১১ বছর বয়স থেকেই ট্রেনে যাতায়াত করি। স্কুলে থাকাকালীন ভিলে পার্লে গিয়েছিলাম এক বন্ধুর বাড়িতে। সকালে প্র্যাকটিসের পরে পাঁচ-ছয়জন বন্ধু মিলে ওদের বাড়ি গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। ঠিক করেছিলাম, একটা সিনেমা দেখে বিকেলের প্র্যাকটিসে যাব।সিনেমা দেখতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল। ঠিক করেছিলাম, সকলে মিলে শর্টকাটে রেললাইন পেরিয়ে প্র্যাকটিসে যাব। লাইনে নামতেই দেখি সবকয়টা লাইনেই একসঙ্গে ট্রেন আসছে। দুটো লাইনের মাঝখানে হাঁটু মুড়ে, কিট আঁকড়ে সকলে বসে প়়ড়েছিলাম। তার পরে আর কোন দিনও রেললাইন পেরুনোর সাহস দেখাইনি।’’

সেদিন না বাঁচলে হয়তো ক্রিকেট এক উজ্জল নক্ষত্রকে পেত না। ভারত তথা ক্রিকেট বিশ্ব পেত না এক ক্রিকেট শিল্পীকে। অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে তিনি ট্রাফিক আইন মেনে রাস্তা পার হওয়ার আহ্বান জানান। সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে এভাবে রেললাইন পার না হবার জন্যও বলেন লিটল মাস্টার।