English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৮

রোনাল্দোর গ্যারেজে ২০ কোটির পর্সে

নিজস্ব প্রতিবেদক
রোনাল্দোর গ্যারেজে ২০ কোটির পর্সে

রোনাল্দো। ছবিটি যারা দেখেছেন তারা জানেন, তার বাড়ির গ্যারেজে বিশ্বের সেরা ব্র্যান্ডের গাড়িগুলিই শোভা পায়৷ এবার সেই তালিকায় নবতম সংযোজন ‘পর্সে নাইন ওয়ান ওয়ান টার্বো এস’৷ বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ২০ কোটির কাছাকাছি৷ 

জুরিখ থেকে ব্যালন ডি’অর না-পেয়েই মাদ্রিদে ফিরতে হয়েছে তাকে৷ শুধু ফিফা-র বর্ষসেরা একাদশের সদস্য হওয়ার সুবাদে একটি মেমেন্টোই জুটেছে তার ভাগ্যে৷ ফলে ব্যালন ডি’অর না-পেয়ে নিজেই নিজেকে একটি বহুমূল্যের গাড়ি উপহার দিলেন৷ নিজের ইনস্টাগ্রামেই সেই ছবি পোস্ট করেছেন সিআর সেভেন৷