English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৫:০২

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকেট মিলবে ১০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকেট মিলবে ১০০ টাকায়

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে খুলনায়। ১৫ জানুয়ারি প্রথম ম্যাচ। এ সিরিজের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউসিবির খুলনা শহরের সব শাখায় এই সিরিজের টিকেট পাওয়া যাবে।

সিরিজে টিকেটের সর্বোচ্চ মূল্য এক হাজার টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, পশ্চিম গ্যালারি ১৫০ ও পূর্ব গ্যালারির টিকেটের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে বিসিবি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে সিরিজের সব ম্যাচ। ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি হবে ম্যাচগুলো। সিরিজে খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল সোমবার ঢাকায় এসে মঙ্গলবার বিকেলে যশোর হয়ে খুলনায় চলে যায়। বাংলাদেশ দল শুক্রবার থেকেই খুলনায় প্রস্তুতি নিচ্ছে।