English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৭:০৩

৩৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত, তবু হারল ভারত

অনলাইন ডেস্ক
৩৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত, তবু হারল ভারত

শেষ রক্ষা হলো না ভারতীয় দলের । বৃথা গেল রোহিতের রাজকীয়  ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারল ভারত।এর আগে ভারতের প্রথম ইনিংসে স্বরুপে আবির্ভূত হয়েছিলেন রোহিত শর্মা। ধুন্ধুমার ব্যাটিংয়ে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরির মালিক হলেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে শচীন-সৌরভ-কপিল-গাভাস্কারদের মত ভারতীয় ক্রিকেট সেনশেসনদের টপকে গেলেন তিনি। গত ৩৫ বছরে ৯৪ জন ভারতীয় ব্যাটসম্যান ব্যাট করেছেন পার্থের ওয়াকায়। যাদের মধ্যে সেই পৃথিবীবিখ্যাত ভারতীয় ব্যাটসম্যানরাও ছিলেন। কিন্তু কেউই পারেননি যা রোহিত করে দেখালেন। 

শুধু কি সেঞ্চুরিই? সে তো রোহিত বহুবারই করেছেন। ব্যাটিং তান্ডবও চালিয়েছেন বহুবার। আজ তিনি ১৬৩ বল খেলে অপরাজিত থাকলেন ১৭১ রানে। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। রেকর্ড এখানেই শেষ নয়, আরও আছে। ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ের গুরু বলা হয় যাকে সেই ভিভ রিচার্ডসের একটা ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি! ১৯৭৯ সালে রিচার্ডস ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। গত প্রায় চার দশকে এত দিন এটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোন দেশের সর্বোচ্চ ইনিংস। রোহিতের ১৬৩ বলে ১৭১ রানের অপরাজিত ইনিংসটি ভিভ রিচার্ডকেও ছাড়িয়ে গেল। 

কিন্তু দল হেরে যাওয়ার আক্ষেপটা রোহিতকে তাড়িয়ে বেড়াবে নিশ্চয়ই। অধিনায়ক স্মিথ ও জর্জ বেইলির জোড়া সেঞ্চুরি দৌলতে অস্ট্রেলিয়ার সামনে ভারতের বোলাররা যেন পাত্তাই্ পেল না। স্মিথের (১৪৯) আর বেইলির ১১২ রানের উপর ভর করে একরকম হেসেখেলে জয় তুলে নেয় অসিরা। স্মিথ ১৪৯ তুলতে ১৩৫ বল খেলে ১১ চার ও ২টি ছ্ক্কা মারেন। জয়ের জন্য ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে বিপাকেই পড়েছিল অস্ট্রেলিয়া। অভিষেক ম্যাচেই উজ্জ্বল হয়ে উঠলেন বারিন্দর স্রান। ২৩ রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন এই তরুণ পেসার। কিন্তু অন্য বোলাররা ভাল কিছু করতে ব্যর্থ হন। শেষের দিকে অশ্বিন দুটি উইকেট নিলেও তা পর্যাপ্ত ছিল না। ৪ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় ৩১০ রান ৫ উইকেট হারিয়ে তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে রোহিতের রেকর্ড গড়া সেঞ্চুরিতে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩০৯ রান করে ভারত। দলীয় রান তিন শ ছাড়ানোর পেছনে বিরাট কোহলির ৯১ রানের ইনিংসটির অবদানও কম নয়। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ইনিংসের সপ্তম ওভারেই ওপেনার শিখর ধাওয়ান আউট হবার পর দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলির ২০৭ রানের জুটিই ভারতীয় ইনিংসের ভিত গড়ে দেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে যেকোনো জুটিতে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি।   রোহিতের সেঞ্চুরিটি নিয়ে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের সেঞ্চুরির সংখ্যা ১৫টি। আজকের সেঞ্চুরিটি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন রোহিত। তার আগে ৩টি সেঞ্চুরি ছিল ‘অস্ট্রেলিয়ার যম’ বলে পরিচিত ভিভিএস লক্ষণের।