English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৬:৫১

ফের বিতর্কের শিরোনামে সুয়ারেজ

নিজস্ব প্রতিবেদক
ফের বিতর্কের শিরোনামে সুয়ারেজ

ব্যাড বয় ইমেজটা আবারো তুলে ধরলেন লুইস সুয়ারেজ৷ প্রতিপক্ষ খেলোয়াড়কে উত্ত্যক্ত করে কোপা দলের দুই ম্যাচ থেকে বাদ গেলেন বার্সেলোনার মিডিও৷  সুয়ারেজের শাস্তির বিরুদ্ধে আবেদন করতে যাচ্ছে বার্সেলোনা৷ কিন্তু শাস্তি বলবত থাকলে এসপ্যানিওল-এর বিরুদ্ধে ফিরতি লিগ ও কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় মাঠে নামতে পারবে না বার্সার উরুগুয়েন মিডফিল্ডার৷ বুধবার রাতে ঘরের মাঠে কোপা দেল রে-তে এসপ্যানিওলের বিরুদ্ধে ৪-১ ম্যাচ জিতে নেয় বার্সেলোনা৷ ম্যাচের ফলাফল একপেশে হলেও সারা ম্যাচ ধরেই ছিল উত্তেজনা৷ ম্যাচে মোট ১৩টি হলুদ ও দু’টি লাল কার্ড দেখান রেফারি৷ ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এসপ্যানিওলের মিডিও হের্নান পেরেসকে৷ এর পরই সুয়ারেজ সম্পর্কে তির্যক মন্তব্য করায় লাল কার্ড দেখেন সেনেগালের মিডিও পাপে দিয়োপ৷  এখান থেকেই ঘটনার সুত্রপাত৷ যার শেষ টার্নেল৷ রেফারি তার রিপোর্টে জানিয়েছেন, টানেলের মধ্যেই ঝগড়া উস্কে দিতে বড় ভূমিকা নেয় সুয়ারেজ৷ এসপ্যানিওল খেলোয়াড়দের উদ্দেশে সুয়ারেজ বলেন, আমি তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি৷ এসো দেখে নেব৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইতালিও ডিফেন্ডার জিয়েলিনিকে কামড়ে ফুটবল বিশ্বে সাড়া ফেলে দেওয়া উরুগুয়ে স্ট্রাইকার ফের বিতর্কের শিরোনামে৷