English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ০৯:২৫

জয় দিয়ে শুরু নিউজিল্যাণ্ডের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ

নিজস্ব প্রতিবেদক
জয় দিয়ে শুরু নিউজিল্যাণ্ডের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে টুয়েন্টি টুয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩ রানের জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বে ওভালে টস জিতে নিউজিল্যান্ডের হাতে ব্যাট তুলে দেয় শ্রীলংকা। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট চালান নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। উদ্বোধনী জুটিতে দু’জনে যোগ করেন ১০১ রান। এজন্য বল মোকাবেলা করেন ৬৫টি। হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছেন দু’জনই। গাপটিল ৩৪ বলে ৫৮ ও উইলিয়ামসন ৪২ বলে ৫৩ রান করে ফিরেন। গাপটিলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কার মার ছিলো। আর উইলিয়ামসনের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিলো। গাপটিল ও উইলিয়ামসন ফিরে গেলে, দলের স্কোর ৪ উইকেটে ১৮২ রানে নিয়ে যান কলিন মুনরো, রস টেইলর ও গ্র্যান্ট ইলিয়ট। মুনরো ২৬ বলে ৩৬, টেইলর ৯ বলে ২২ ও ইলিয়ট ৬ বলে ১০ রান করেন। শ্রীলংকার নুয়ান কুলাসেকেরা ২টি উইকেট নেন। জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ম্যাচ হারের পথটা তৈরি করে ফেলে শ্রীলংকা। ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে ম্যাচ হারটা একরকম নিশ্চিতই হয়ে যায় সফরকারীদের। তবে দানুস্কা গুনাথিলাকার ২৯ বলে ৪৬ ও মিলিন্দা সিরিবর্দনের ৩১ বলে ৪২ রানের কল্যাণে দারুণভাবে ম্যাচে ফিরে শ্রীলংকা। আর শেষ দিকে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ ওভারে ম্যাচ জয়ের জন্য ১৩ রানের লক্ষ্য পায় শ্রীলংকা। কিন্তু ইলিয়টের ঐ ওভার থেকে ৯ রানের বেশি তুলতে পারেননি শ্রীলংকার দুই ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা ও কুলাসেকেরা। ৯ উইকেটে ১৭৯ রানে থামতে হয় তাদের। ফলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের পেসার টেন্ট বোল্ট। আগামী ১০ জানুয়ারি অনুষ্টিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ১৮২/৪, ২০ ওভার (গাপটিল ৫৮, উইলিয়ামসন ৫৩, কুলাসেকেরা ২/২৬)। শ্রীলংকা : ১৭৯/৯, ২০ ওভার (গুনাথিলাকা ৪৬, সিরিবর্দনে ৪২, বোল্ট ৩/২১)। ফল : নিউজিল্যান্ড ৩ রানে জয়ী। সিরিজ : ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ : টেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।