English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৬

টেস্ট নেতৃত্বে আমলার ইস্তফা

নিজস্ব প্রতিবেদক
টেস্ট নেতৃত্বে আমলার ইস্তফা

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক পদ থেকে ইস্তফা দিলেন হাসিম আমলা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে দক্ষিণ আফ্রিকার৷ এই সিরিজের মধ্যেই আমলা টেস্ট অধিনাকত্ব ছাড়লেন৷ এই সিদ্ধান্তে অনেকেই অবাক৷ ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে আমলার বদলে বাকি দুটো টেস্টে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স ৷ 

কেন ইস্তফা দিলেন আমলা? দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানটি বলেন, ‘ ইস্তফা নেওয়ার সিদ্ধান্ত সহজ হয়নি৷ তবে আমি মনে করি সিনিয়র খেলোয়াড় ও পুরো ব্যাটসম্যান হিসেবে দলকে আরও বেশি সেবা করতে পারব৷ তাই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷’  উল্লেখ্য, আমলার নেতৃত্বে ভারত সফরে এসে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা৷ পাশাপাশি চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা৷ হয়ত সেই কারণেই দায়িত্ব ছেড়ে দিলেন আমলা৷