English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৬:০৭

সিডনিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ওয়ার্নার

সিডনিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ওয়ার্নার

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্টে তিনদিন খেলেছে(!) বৃষ্টি, বাকি দুদিন ক্রিকেটারেরা। টসে জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসই তাই চলেছে পঞ্চম দিন পর্যন্ত। প্রথম দিন খেলা হয়েছিল ৭৫ ওভার, পরের দিন ১১.২ ওভার। পরের দুই দিন এক বলও খেলা হয়নি। তাই এই টেস্টের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। অবধারিত ফল ছিল একটাই—ড্র।

সেই ম্যাড়ম্যাড়ে ড্র এর আগে সিডনি টেস্টের শেষ দিনে ১২ বছর আগের এক রেকর্ড ভেঙ্গে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্র ৮২ বলে সেঞ্চুরি করার পর  ১০৩ বলে ১২২ করেন তিনি। যাতে ছিল ১১টি চার ও ২ ছয়ের মার। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ম্যাথু হেইডেনের ১২ বছর আগের রেকর্ড। সিডনিতে এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল সাবেক মারকুটে অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনের। তিনি বল খেলেছিলেন ৮৪ টি।

শেষ দিনে আরেকটি বলার মতো ঘটনা ঘটনা হলো পুরো সিরিজে খুব একটা ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া মিচেল মার্শ ও পিটার নেভিলের ৩ ও ৪ নম্বরে উঠে আসা। সিরিজে তাদের বেশির ভাগ সময় কেটেছে ড্রেসিং রুমে প্যাড পরে বসে। ম্যাচের পূর্বঅনুমিত ফলাফলের কারনেই হয়তো তাদের একটু ব্যাটিংয়ের সুযোগ করে দিল অস্ট্রেলিয়া টিম। অবশ্য মার্শ সুযোগটা নিতে পারলেন না। আউট হয়ে গেছেন ২১ রানে, নেভিল অপরাজিত ছিলেন ৭ রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২ উইকেটে ১৭৬ রান তুলতেই খেলা শেষ। এর মধ্যে ১২২ রান করেছেন ওয়ার্নার একাই।

এর আগে ৭ উইকেটে ২৪৮ নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দীনেশ রামদিনের ফিফটিতে ৩৩০ রান তুলতে সক্ষম হয়। ম্যাচ সেরা হন ওয়ার্নার, সিরিজ সেরা অ্যাডাম ভোজেস।