English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৭:০২

সাংবাদিকদের সাথে আফ্রিদির বিবাদ

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের সাথে আফ্রিদির বিবাদ

সাংবাদিকদের সাথে বিবাদে জড়িয়ে পড়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। সেদেশের ক্রীড়া সাংবাদিকরা এখন আফ্রিদীর উপর মহাক্ষ্যাপা। কি কুক্ষণেই না পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সাথে দেখা করতে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যান আফ্রিদি। এই সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। তাদের একটি প্রশ্নে রেগে গিয়ে  সাংবাদিকদের উদ্দেশ্যে কটু কথা বলেন। এক সাংবাদিক পাকিস্তান অধিনায়ক হিসেবে আফ্রিদির সাফল্যের হার কম উল্লেখ করে প্রশ্নটি করেছিলেন। তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন আফ্রিদি 

প্রসঙ্গত, আফ্রিদির অধিনায়কত্বে পাকিস্তান ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৫টি জিতেছে। ১৭টি হেরেছে। এমনকি, সাম্প্রতিক সময়ে আফ্রিদির নিজের পারফরম্যান্সও অনেক সমালোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে রেগে গিয়ে তিনি বলেন, "আপনাদের কাছ থেকে এরকম বাজে প্রশ্নই আশা করেছিলাম।"

অবশ্য সাংবাদিকদের কাছে আফ্রিদি ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও নিস্তার পাননি। কারণ এমন উক্তির পর আফ্রিদিকে ক্ষমা চাইতে বলেছে সাংবাদিকরা।