English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৫:২২

ঠিক সময়েই অবসর নেব : ধোনি

নিজস্ব প্রতিবেদক
ঠিক সময়েই অবসর নেব : ধোনি

২০১৪ ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ আবার সেই অস্ট্রেলিয়া সফর৷ পাঁচটি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মঙ্গলবার অস্ট্রেলিয়া গেছে টিম ইন্ডিয়া৷ দেশ ছাড়ার আগে মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে বাইশ গজকে পুরোপুরি বিদায় জানানো নিয়ে বিতর্ক উস্কে দিলেন টিম ইন্ডিয়ার ওয়ান ডে ও টি-২০ অধিনায়ক৷  তিনি কখন অবসর নেবেন? এই প্রশ্নের উত্তরে ধোনি বলেন, আমি বর্তমানে থাকতে ভালোবাসি৷ সুতরাং অস্ট্রেলিয়া সফর এবং আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়েই ভাবতে চাই৷ তবে ঠিক সময়েই অবসর নেব৷ ২০১৫ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ভারত অধিনায়ককে একই প্রশ্ন করা হয়েছিল৷ ধোনির অবসরে টেস্টের নেতৃত্ব ওঠে বিরাট কোহলির হাতে৷ কিন্তু ওয়ান ডে এবং টি-২০ ফর্ম্যাটে ভারতের নেতা এখনও ধোনি৷  অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে দল থেকে বাদ পড়েছেন সুরেশ রায়না৷ এ প্রসঙ্গে ধোনির বক্তব্য, দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে৷ গুরকীরত সিং মান ও মণিশ পাণ্ডের যে কেউ পাঁচ-ছয় অথবা সাত নম্বরে ব্যাট করতে পারে৷ প্রথম চার ব্যাটসম্যান (শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে) নিয়ে কোনও সমস্যা নেই৷ ছয় ও সাত নম্বরটা নিয়ে আমাদের ভাবতে হবে৷ অতীতে লো-অর্ডারে রায়না ভালো খেলেছে৷ নতুনদের পক্ষে পাঁচ নম্বরটা ভালো জায়গা৷’ চোট সারিয়ে মহম্মদ শামি দলে ফেরায় খুশি ভারত অধিনায়ক৷ বিশ্বকাপের পর হাঁটুর অস্ত্রোপচারের জন্য প্রায় ন’ মাস মাঠে ফেরেন বাংলার ডানহাতি পেসার৷ সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে পারফর্ম করে অস্ট্রেলিয়া সফরের দলে ঢোকেন শামি৷