English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৬:২১

গেইলের ক্ষমা প্রার্থনা, নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
গেইলের ক্ষমা প্রার্থনা, নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিগ ব্যাশে সাক্ষাৎকার দিতে গিয়ে চ্যানেল টেন এর একজন নারী সাংবাদিকের প্রতি বেঁফাস মন্তব্য করে বিপাকে ক্রিস গেইল। সর্বমহলে ঘটনাটি এতটাই ক্ষোভের জন্ম দিয়েছে যে গেইলের ঘাড়ে বড় ধরনের শাস্তির খড়গ নেমে আসাটাই স্বাভাবিক বলে ভেবেছিল সবাই। কিন্তু এ যাত্রায় হয়ত তিনি জরিমানার ওপর দিয়েই বেঁচে যাচ্ছেন। আপাতত নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেট তারকা। ফ্র্যাঞ্জাইচিকে গেইলের সাত হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে। কিন্তু বিষয়টা এত সহজ নয়। জরিমানার পর গেইলকে পর্যবেক্ষণে রাখা হবে। ভবিষ্যতে এ ধরনের কিছু করলে বেশ বড় ধরনের শাস্তি পেতে  হবে তাকে।

অবশ্য এ ঘটনার জন্য গেইল দু:খপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। তারপর শাস্তি দিতে গিয়ে মেলবোর্ন রেনেগডসে তাঁর সাম্প্রতিক আচরণ বিবেচনায় আনা হয়েছে। সেই আচরণ ভালো হওয়াতেই আপাতত জরিমানা দিয়েই পার পাচ্ছেন তিনি। গত চার-পাঁচ সপ্তাহ ধরে গেইল রেনেগেডসের হয়ে খেলছেন। এই সময় তাঁর ভাল আচরণে সবাই মুগ্ধ হয়েছে। এসব বিবেচনা করে আমরা তাঁকে কেবল জরিমানা করারই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ফ্র্যাঞ্জাইচিটি ব্যাখ্যা দিয়েছে। গেইলের এমন আচরণের সাথে সংস্কৃতির পার্থক্য একটা কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা। সে ঠাট্টা করেই কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো ছিল অনভিপ্রেত। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড বলেছেন, এমন আচরণ আবার করলে গেইলকে অবশ্যই আরও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।