English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৩:২২

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিদান

নিজস্ব প্রতিবেদক
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিদান
ফাইল ফটো

অনেকদিন ধরেই কথাটা ডালপালা ছড়াচ্ছিলো। শোনা যাচ্ছিল জিদানই সম্ভবত রিয়ালের পরবর্তী কোচ হতে পারেন। শেষে এই কথাই সত্য হলো।সোমবার সাংবাদিক সম্মেলনে জিদানকেই নতুন কোচ হিসেবে বেছে নিলো দশ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইউরোপের সাদা জার্সিধারীরা। এর আগে জিদান রিয়ালের বি টিমের কোচ হিসেবে দারুণ কাজ করেছেন। জুন মাসে কার্লো অ্যান্সেলত্তির জুতোয় পা গলিয়েছিলেন পঞ্চান্ন বছরের প্রাক্তন নেপোলি কোচ বেনিতেজ।

কিন্তু, রোনাল্ডোদের কোচ হওয়ার পর থেকে রিয়াল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। বার্সালোনার কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর থেকে বেনিতেজের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। গতকাল ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালের ২-২ ড্র হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বেনিতেজকে ছেঁটে ফেলতে দু'বার ভাবল না ফ্লোরেন্তিনো পারেজের ক্লাব। কিংবদন্তি খেলোয়াড় জিনেদিন জিদান কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের কতটা উন্নতি করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।