English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১১:৫১

বিরতিতে ছেদ টেনে প্রকাশ্যে এলেন সাকিব-শিশির

নিজস্ব প্রতিবেদক
বিরতিতে ছেদ টেনে প্রকাশ্যে এলেন সাকিব-শিশির

সন্তানের জন্মের পর উম্মে আহমেদ শিশিরকে বেশ কিছুদিন প্রকাশ্যে আসতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনেকটা নিরব। সেই বিরতিতে ছেদ টেনে দীর্ঘদিন পর ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার স্বামী সাকিব আল হাসানের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে শিশিরকে। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ১টার দিকে স্ত্রীর সঙ্গে তোলা ছবিটি ফেসবুকের অফিশিয়াল ফ্যান পেজে প্রকাশ করেন সাকিব।

ছবিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি রাস্তায় জ্যাকেট পরে পাশাপাশি দাঁড়িয়ে আছেন সাকিব ও শিশির। ব্যস্ততম মার্কেটের পাশে জনাকীর্ণ রাস্তায় দাঁড়িয়ে তোলা ছবিটিতে দুজনকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। দীর্ঘদিন পর স্ত্রীর সঙ্গে জনসন্মুখে তোলা ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন সাকিব- শিশির ভক্তরা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছবিটিতে লাইক পড়েছে তিন লাখ ১৭ হাজার ৪৬৮টি। মন্তব্য পড়েছে চার হাজার ২০টি। আর ছবিটি শেয়ার করেছেন এক হাজার ৭৭৬ জন।

স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে গত ২৮ ডিসেম্বর মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। এর এক সপ্তাহ পর স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।