English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১১:২০

সাত বছর বয়সী ‘লিটল মাস্টার’ (ভিডিও)

অনলাইন ডেস্ক
সাত বছর বয়সী ‘লিটল মাস্টার’ (ভিডিও)

বয়স সবে সাত। উচ্চতায় এখনো চার ফুট ছুঁতে পারেনি। কিন্তু ব্যাট হাতে নিলেই দৈত্য হয়ে যায় সে। ব্যাটিংয়ে নামলেই মনে হয়, আরে এ তো সেই ‘লিটল মাস্টার’ টেন্ডুলকার! এই ক্ষুদে ‘টেন্ডুলকারের’ নাম বাসু লুক্কা।

সাত বছর বয়সেই বোলারদের নাকানিচুবানি খাইয়ে বেড়াচ্ছে এই বালক। উচ্চতায় বোলারদের হাঁটুর কাছে পড়ে থাকে লুক্কা, কিন্তু বোলারদের মাঠের বাইরে পাঠাতে সেটি কোনো বাধা হয়েই দাঁড়ায় না। চার বছর বয়সে ক্রিকেট খেলতে শেখা এই বালকের প্রতিটি শটে পাওয়া যায় শচীন টেন্ডুলকারের ছাপ। তার শট খেলার ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড়। এমনকি আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটও গেছে লুক্কার খোঁজে।

তবে এই বিস্ময়বালক টেন্ডুলকার নয়, হতে চায় মহেন্দ্র সিং ধোনি। শুধু ধোনির মতো ব্যাটিং করেই ক্ষান্ত না সে, হতে চায় সে ফাস্ট বোলারও। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে জানিয়েছে, ‘আমি ধোনির মতো ব্যাটিং আর ডেল স্টেইনের মতো বোলিং করতে চাই।’

এই বয়সেই পেস বোলারদের বিপক্ষেও দারুণ ব্যাটিং করে সে, ‘প্রথমদিকে বড় বড় ফাস্ট বোলারদের ভয় পেতাম, এখন আর ভয় লাগে না।’ একদিন জাতীয় দলে খেলাটাই তার স্বপ্ন। ব্যাটিংয়ে যে প্রতিভার ছাপ দেখাচ্ছে লুক্কা, সেটি প্রস্ফুটিত হলে এই স্বপ্ন পূরণ হতে খুব বেশি অপেক্ষা করতে হবে না।  

আরও অবাক হবার মত খবর হলো, এই বয়সেই স্পনসর পেয়ে গেছে এই ব্যাটিং প্রতিভা। ‘অ্যান্থেম স্পোর্টস’ নামের এক ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এমন এক প্রতিভাকে চিনতে পেরে সুযোগ হাতছাড়া করেনি।

ভিডিওটি দেখুন: