English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৩:২১

৭০ বলে শেষ সিডনি টেস্টের দ্বিতীয় দিন!

৭০ বলে শেষ সিডনি টেস্টের দ্বিতীয় দিন!

অস্ট্রেলিয়ার বিজয়রথ চলছেই। সিডনি টেস্ট এখন শুধুই নিয়ম রক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রথম দুটো টেস্ট খুব সহজে জিতে “ফ্রাঙ্ক ওরেল ট্রফি” ট্রফির দখল নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তাই সিরিজের মজাটাও শেষ। অস্ট্রেলিয়ার একতরফা খেলায় ক্যারিবীয়দের জয়ের জন্য হাহাকার আরও বেড়েছে। ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টি এমন উৎপাত শুরু করল যে গোটা দিনে খেলা মাঠে গড়াল মোটের ওপর ৭০ বল। বাকি সময় মাঠ দখল করেছিল বৃষ্টি ।

এই সিরিজ থেকে ক্যারিবীয়দের কিছু রেকর্ডের স্বান্তনা ছাড়া আর কিছু পাওয়ার নেই। ক্যারিবীয় রেকর্ডধারীর নাম কার্লোস। আগের দিন ৩৫ রানে অপরাজিত থেকে নিজের সংগ্রহকে তিনি টেনে নিয়েছেন ৬৯ পর্যন্ত। এই দুর্দান্ত ৬৯ রানের ইনিংসটি কার্লোসকে দারুণ একটা রেকর্ডের মালিক বানিয়েছে। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৮ নম্বর বা এর নিচে ব্যাট করে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই হাফ সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন তিনি। কার্লোসের আগে এই কীর্তি গড়েছিলেন দুজন অস্ট্রেলীয়। অ্যালবার্ট ট্রট (১৮৯৪-৯৫) প্রথম এই কীর্তি গড়েছিলেন। ট্রটের কীর্তিতে এর পর ভাগ বসান আরকে অসি ক্রিকেটার হ্যানসন কার্টার (১৯০৭-০৮)।

টেস্টের প্রথম দিনে ৮৫ রানের একটি ইনিংস খেলে ক্যারিবীয়দের বেস্ট পারফর্মার ছিলেন ক্রেগ ব্রাফেট। সব মিলিয়ে বৃষ্টির কারণে ৭০ বল খেলায় ওয়েস্ট ইন্ডিজ তাদের আগের দিনের ২০৭ রানের সঙ্গে যোগ করতে পেরেছে আর ৪১ রান। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন পঞ্চম অস্ট্রেলীয় স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শততম উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন। ২ উইকেট শিকার করা লায়ন অবশ্য আজ তাঁর উইকেট-সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাননি। দ্বিতীয় দিন প্রায় পুরোটাই বৃষ্টি কারণে নষ্ট হওয়ায় আগামীকাল খেলা শুরু হবে একটু আগেভাগে। তবে সিডনির আগামীকালের আকাশ মুখ গোমড়া করেই থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।