English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ২১:২১

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড স্টোকসের

নিজস্ব প্রতিবেদক
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড স্টোকসের

বীরেন্দ্র সেহওয়াগকে ছাপিয়ে টেস্টে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হলেন বেন স্টোকস৷ রোববার নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৮ রানের রাজকীয় ইনিংস খেলে নজির গড়েন ইংল্যান্ড অল-রাউন্ডার৷ 

কেপ টাউনে সিরিজের দ্বিতীয় টেস্টেও প্রোটিয়দের নাস্তানাবুদ করলো কুকের ইংল্যান্ড। স্টোকসের ডাবল সেঞ্চুরি ও জন বেয়াস্টোয়ের অপরাজিত ১৫০ রানের দৌলতে ছ’ উইকেটে ৬২৯ রানে প্রথম ইনিংসে ডিক্লেয়ার্ড দেয় ইংরেজ অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক৷ ১৯৮ বলে ১১টি ওভার বাউন্ডারি ও ৩০টি বাউন্ডারি মেরে ২৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন স্টোকস৷ ১৬৩ বলে ডাবল সেঞ্চুরি করে সেহওয়াগের দ্বিতীয় দ্রুততম দ্বি-শতরানের রেকর্ড ভাঙেন ইংল্যান্ড অল-রাউন্ডার৷ ২০০৯-এ মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৮ রানে ডাবল সেঞ্চুরি করেছিলেন বীরু৷ সেহওয়াগের রেকর্ড ভাঙলেও অল্পের জন্য অক্ষত থাকে নাথান অ্যাস্টলের দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড৷ ২০০২-এ ক্রাইশ্চচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছিলেন অ্যাস্টলে৷ 

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি ষষ্ঠ উইকেটে জন বেয়ারস্টোয়ের সঙ্গে ৩৯৯ রান যোগ করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজির গড়ে স্টোকস-বেয়ারস্টো জুটি৷