English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ২০:৪৮

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নির্বাচনে পরাস্ত হলেন রানাতুঙ্গা

নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নির্বাচনে পরাস্ত হলেন রানাতুঙ্গা

শ্রীলংকার ক্রিকেট বোর্ড নির্বাচনে হেরে গেছেন বিশ্বকাপ জয়ী অর্জুনা রানাতুঙ্গা। রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে রানাতুঙ্গা পরাজিত হয়েছেন। একই সঙ্গে পরাজিত হয়েছেন রানাতুঙ্গার ছোট ভাই নিশান্তা রানাতুঙ্গা।

১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলংকা দলকে নেতৃত্ব দেয়া রানাতুঙ্গা বোর্ডের ভাইস পেসিডেন্ট পদে নির্বাচন করেন। তবে ব্যবসায়ী জয়ন্ত ধর্মদাসার কাছে ২২ ভোটে পরাজিত হন। বোর্ড ঘোষিত আনুষ্ঠানিক ফল থেকে এ কথা জানা গেছে।

সমস্যা জর্জরিত শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তার ভাই নিশান্তা । কিন্তু ব্যবসায়ী ও রাজনীতিবিদ থিলাঙ্গা সুমাথিপালার কাছে ৩২ ভোটে পরাজিত হয়েছেন।

ইতোপূর্বে শ্রীলংকা ক্রিকেটকে শীর্ষে তুলতে আসামান্য অবদান রাখা রানাতুঙ্গা ভাতৃদ্বয়ের কাছ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানা জায়নি।