English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ২০:১৮

মাশরাফিরা ৮ জানুয়ারি সিলেট যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
মাশরাফিরা ৮ জানুয়ারি সিলেট যাচ্ছেন

চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে। এ সিরিজের জন্য টাইগাররা অনুশীলন শুরু করে দিয়েছে। আজ সকালে ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ জন রিপোর্ট করেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান  করায় ক্যাম্পে যোগ দেননি সাবিক আল হাসান। আর কিছু দিন আগে নাকের অপারেশন করানো ইমরুল কায়েসও ছিলেন না উপস্থিত। তামিম সকালে রিপোর্ট করেই ট্রেইনারের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে গেছেন।

রিপোর্ট করার পর শারিরীক অনুশীলন করেন ক্রিকেটাররা। কালও একই ধরনের অনুশীলন করবে তারা। মঙ্গলবার থেকে শুরু হবে স্কিল অনুলীন। ঐ দিন প্রধান কোচ চন্দ্রিকা হাথুরাসিংহে যোগ দিবেন দলের সঙ্গে। আজ কালের মধ্যেই তিনি ঢাকায় ফিরছেন ছুটি কাটিয়ে।

৭ জানুয়ারি মিরপুরে অনুশীলন করার পর ৮ তারিখ সিলেট যাবে দল। সিলেটেই হবে সবগুলো ম্যাচ।১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি হবে ম্যাচগুলো। -