English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৬

এসএ গেমসের জন্য হকি দল ঘোষণা: বাদ পড়লেন চয়ন!

নিজস্ব প্রতিবেদক
এসএ গেমসের জন্য হকি দল ঘোষণা: বাদ পড়লেন চয়ন!

২০০৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে তোলা মামুনুর রহমান চয়ন প্রায় ১১ বছর পর বাদ পড়লেন এসএ গেমসের দল থেকে! তিনি সর্বশেষ গত বছর ওয়ার্ল্ড হকি লীগে খেলেন। একসময় এই তারকা ডিফেন্ডারকে ছাড়া ভাবাই যেত না জাতীয় হকি দল । সেই নির্ভরযোগ্য ডিফেন্ডার চয়নকে ছাড়াই ঘোষিত হলো বাংলাদেশ হকি দল। বাদ পড়া প্রসঙ্গে সাবেক এ হকি অধিনায়ক বলেন, আমি আমার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। তবে কোচ ও সিলেক্টরদের হয়তো সন্তুষ্ট করতে পারিনি। এ নিয়ে আমার বিন্দুমাত্র ক্ষোভ নেই। নতুন যারা এসেছে তাদের জন্য শুভ কামনা রইল। আশা করি, তারা ভালো করবে।

চূড়ান্ত দলে নেই কামরুজ্জামান রানাও। দুই অভিজ্ঞ হকি খেলোয়াড়কে বাদ দেওয়ার কারণ হিসেবে তাদের পারফরম্যান্স ও ফিটনেস সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন কোচ মাহবুব হারুন

চূড়ান্ত দল : সারোয়ার হোসেন (অধিনায়ক), অসীম গোপ (সহকারী অধিনায়ক), জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, খোরশেদুর রহমান, তাপস বর্মণ, হাসান জুবায়ের নিলয়, রোমান সরকার, ফজলে হোসেন রাবি্ব, সাব্বির হোসেন, মইনুল ইসলাম, পুষ্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন ও কৃষ্ণ কুমার দাস।