English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১২:০১

কেপটাউন টেস্টে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

কেপটাউন টেস্টে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথমদিন শেষে বড় সংগ্রহের পথে রয়েছে সফরকারী ইংল্যান্ড। শনিবার কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান করে দিনের খেলা শেষ করে ইংলিশরা। খেলা হয়েছে মোট ৮৭ ওভার। অ্যালেক্স হেলস, জো রুট ও বেন স্টোকসের অর্ধশতকে দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড হেলস ও অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। ২৭ রান করে কুক থার্ডস্লিপে ক্রিস মরিসের অসাধারণ এক ক্যাচে আউট হন রাবাদার বলে । দ্বিতীয় উইকেটে হেলস ও নিক কম্পটন যোগ করেন ৭৪ রান। আগের টেস্টে অভিষেকে ১০ ও ২৬ রান করা হেলস নিজের সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তি দমিয়ে রেখে টেস্ট মেজাজে খেলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন দ্বিতীয় টেস্টেই। শেষ পর্যন্ত তিনি আউট হন মর্নে মর্কেলের বলে, ১৪০ বলে ৬০ রান করে।

চা-বিরতির আগে ও পরে রাবাদার টানা দুই বলে কম্পটন (৪৫) ও টেলরকে (০) ফিরিয়ে প্রোটিয়ারা ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে আবার লাগাম নিয়ে নেয় ইংল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা রুট নতুন বছর শুরু করেছেন অর্ধশতক দিয়ে। ৫০ তিনি পরিণত হন অভিষিক্ত পেসার ক্রিস মরিসের প্রথম শিকারে।

এরপর স্টোকস ও জনি বেয়ারস্টো রান তুলেছেন ওয়ানডের গতিতে। দিন শেষে ৯৩ বলে ৭৪ করে অপরাজিত আছেন স্টোকস, ৩৯ রানে উইকেটে বেয়ারস্টো। রাবাদা ৭৪ রানে নিয়েছেন ৩ উইকেট। মরিস ও মরকেল নিয়েছেন একটি করে উইকেট।