English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৬

রডরিগেজের কাণ্ড...!

নিজস্ব প্রতিবেদক
রডরিগেজের কাণ্ড...!

প্রশিক্ষণে পৌঁছতে দেরি হয়ে যাবে, তাই সখের অডিকে ছোটালেন ২০০ কিলোমিটারেরও বেশি গতিতে৷ হঠাৎ করে নিজেকে জেমস রডরিগেজ থেকে জেমস বন্ড ভেবে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার৷ গতিসীমা লংঘন করায় পুলিশ তাকে জরিমানা করল৷

এম-ফরটি হাইওয়ে ধরেই রডরিগেজের গাড়ি রিয়ালের ভালদেবিবাস প্রশিক্ষণ গ্রাউন্ডের দিকে ছুটছিলো৷ রডরিগেজের দৃষ্টি আকর্ষণ করতে পুলিশ প্রথমে সায়রেন বাজায় ও পরে তার গাড়িকে ধাওয়া করে৷ রডরিগেজ জানিয়েছেন যে, তার গাড়িতে মিউজিক সিস্টেমের আওয়াজ বেশি থাকায় কিছুই শুনতে পারেননি তিনি৷ রডরিগেজের সম্মানের কথা ভেবেই পুলিশ তাকে হেফাজতে নেয়নি, জরিমানা করেই ছেড়ে দিয়েছে৷

রিয়াল মাদ্রিদের ফুটবলারদের ট্রাফিক আইন ভেঙে জরিমানা দেওয়া অভ্যেসে দাঁড়িয়েছে৷ এর আগে করিম বেঞ্জিমাও একাধিকবার এই কারণে খবরের শিরোনামে এসেছে৷ কিছুদিন আগেই বেঞ্জিমার লাইসেন্সও সাসপেন্ড করেছিল পুলিশ৷