English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৪

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে সাকিব-মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে সাকিব-মুস্তাফিজ

ইএসপিএন ক্রিকইনফোর ২০১৫ সালের বর্ষসেরা ওয়ানডে দলের সেরা একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। ওয়ানডের পাশাপাশি টেস্ট দলও ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইটটি। তবে টেস্ট দলে বাংলাদেশের কারও নাম নেই।

ক্রিকইনফোর সেরা ওডিআই একাদশে আরও রয়েছেন নিউজিল্যান্ডের চারজন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুইজন ও শ্রীলঙ্কার একজন ক্রিকেটার। বাংলাদেশের দুইজন ছাড়া এশিয়ার দেশ হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ভারত ও পাকিস্তানের, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি বর্ষসেরা ওয়ানডে একাদশে। ওয়ানডে দলে ছয় নম্বরে স্থান পেয়েছেন সাকিব আল হাসান। এ বছর ২৭.৬৬ গড়ে ২৪ উইকেট এবং ৪২.১০ গড়ে ৪২১ রান করা সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডারের মান রেখেই জায়গাটা দখলে নিয়েছেন। এছাড়া ওপেনিংয়ে আছেন বিশ্বকাপের রানারআপ নিউজিল্যান্ড দলের দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। তিন নম্বরেও আছেন কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। চারে সদ্য অবসর নেয়া কুমার সাঙ্গাকারা ও পাঁচ নম্বরে আছেন মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

অন্যদিকে টেস্ট দলে রয়েছে অস্ট্রেলিয়ার তিনজন, ইংল্যান্ডের তিনজন, শ্রীলঙ্কার দুইজন, নিউজিল্যান্ডের একজন, ভারতের একজন ও পাকিস্তানের একজন ক্রিকেটার।

ওয়ানডে একাদশ: ব্রেন্ডন ম্যাককলাম (নিউজিল্যান্ড), মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)। টেস্ট একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা), দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), জস হাজলেউড (অস্ট্রেলিয়া), ইয়াসির শাহ (পাকিস্তান)।