English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৬:৩৫

টি-টোয়েন্টি স্কোয়াডে তিন নতুন মুখ

টি-টোয়েন্টি স্কোয়াডে তিন নতুন মুখ

আগামী টি-টোয়েন্টি ম্যাচগুলোর জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। বিপিএলে নজরকাড়া পারফর্মেন্সর পুরস্কার হিসেবে বাংলাদেশের প্রাথমিক দলে এসেছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। এছাড়াও দলে জায়গা পেয়েছেন দুই তরুণ মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা রনি ২১ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেট শিকারী ছিলেন। সর্বশেষ ২০১৩ সালে দেশের হয়ে খেলা জহুরুল ইসলামকে প্রাথমিক দলে ফিরিয়েছে বিপিএলে তার দুর্দান্ত ব্যাটিং। রংপুর রাইডার্সের হয়ে ৯ ম্যাচে এই টপ অর্ডার ব্যাটসম্যান ৪১ গড়ে করেন ২০৫ রান।

  বাংলাদেশের প্রাথমিক টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হায়দার, লিটন দাস, আল আমিন হোসেন, এনামুল হক, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরী।