English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৫ ১৩:৪৮

লংকানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা নিউজিল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক
 লংকানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা  নিউজিল্যান্ডের

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

দলে বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্ট বোলার টেন্ট্র বোল্টকে। তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান হেনরি নিকোলাস। প্রথম দুই ম্যাচ বিশ্রামে থাকলেও তৃতীয় ম্যাচে নেওয়া হয়েছে অন্য ফাস্ট বোলার টিম সাউদিকে।

কিউই দলের আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে বোল্ট ছিলেন ইনজুরিতে আর বিশ্রামে ছিলেন সাউদি।

তবে প্রথমবারের মতো সুযোগ পাওয়া মিডলঅর্ডার ব্যাটসম্যান নিকোলাসের ঘরোয়া ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ। লিস্ট এ ম্যাচে তার রানের গড় ৪৪.৭। আর দলের তিন অলরাউন্ডার কোরে অ্যান্ডারসন, জিমি নিশাম ও গ্র্যান্ট ইলিয়ট ইনজুরিতে থাকায় কপাল খুলতে পারে বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাসের।

প্রথম তিনটি ওয়ানডের নিউজিল্যান্ডের দল:

ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), ডাগ ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি (প্রথম দুই ওয়ানডে) , মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, কেন উইলিয়ামসন, জর্জ ওয়ার্কার।

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে