English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৫ ১৬:০৯

বিপিএলের পুঁজি নিয়েই পাকিস্তানে ডাক পাচ্ছে আমির?

অনলাইন ডেস্ক
বিপিএলের পুঁজি নিয়েই পাকিস্তানে ডাক পাচ্ছে আমির?

আমিরকে দমাতে পারেনি আইসিসির পাঁচ বছরের নিষেধাজ্ঞা। বোলিংয়ে সেই পুরনো ধার। বিপিএল চিটাগং ভাইকিংসের হয়ে উজ্জ্বল পারফরম্যান্সে নিজেকে চিনিয়েছেন। এবার সুসংবাদ দিলো পিসিবি।

এরই মধ্যে নিজেকে ভালোভাবেই পুনঃপ্রতিষ্ঠা করেছে সে। গত চার-পাঁচ মাস ধরে দারুণ পারফরম্যান্স পাকিস্তানের জাতীয় দলে পুনরায় বিবেচনার বার্তাই দিচ্ছে। যদি কোচ ও নির্বাচকরা তার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন, তবে বোর্ড অব গভর্নরসকে অবহিত করেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান উল্লেখ করেন, ‘প্রধান কোচ ওয়াকার ও প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে বৈঠক করে দলের সিনিয়র ক্রিকেটার এবং আমিরকে ডাকব। সেখানে সবার সামনে আমিরকে বলব, তাকে অবশ্যই ভদ্রতা ও নম্রতা বজায় রাখতে হবে।’

কোচ ওয়াকার বললেন, ‘বিপিএলে আমির এখন খুবই ভালো ফর্মে। যা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। আইসিসি ও পিসিবিকে দেখিয়েছে সে সঠিক পথেই রয়েছে। তাই তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিৎ। এটি আমাদের দায়িত্বও বটে।’

বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে এখন পর্যন্ত আট ম্যাচে ৫.৭১ ইকোনমি রেটে ১১টি উইকেট লাভ করেন আমির। বোলিং গড় ১৪.৪৫।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম