English Version
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ২০:০৭

এবার আঙ্গুল উঁচিয়ে ব্যাটসম্যানদের বিদায় জানাবেন নারীরা

অনলাইন ডেস্ক
এবার আঙ্গুল উঁচিয়ে ব্যাটসম্যানদের বিদায় জানাবেন নারীরা

পুরুষদের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে নারীরাও। পিছিয়ে নেই কোনো দিকেই। ব্যাট, বল হাতে ক্রিকেটের মাঠে নেমেছে অনেক আগেই। এবারই প্রথম আইসিসির হয়ে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেলেন চার নারী। তারা হলেন নিউজিল্যান্ডের কাথলিন ক্রস, ইংল্যান্ডের সু রেডফার্ন, ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস এবং অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক।

২৮ ডিসেম্বর থেকে ৫ অক্টোবর ব্যাংককে চলবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। সেই আসরেই  দেখা মিলবে এই চার নারী আম্পায়ারের।

বিডিটাইমস৩৬৫ডটকম/এমপি/জেডএম/৮.০৬ ঘ.