English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:১১

‘এ’ ক্যাটাগরিতে লুব-রেফ বাংলাদেশ

অনলাইন ডেস্ক
‘এ’ ক্যাটাগরিতে লুব-রেফ বাংলাদেশ

শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে লুব-রেফ বাংলাদেশ ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিকে ‘এন’ থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।