English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০২০ ১২:৩৬

এক বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার বোনাস শেয়ার

অনলাইন ডেস্ক
এক বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার বোনাস শেয়ার

২০১৯ সালে বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজারে সাড়ে তিন হাজার কোটি টাকার মূলধন বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ব্যাংকিং খাতে ২৪টি, আর্থিক খাতে ১২টি, প্রকৌশল খাতে ১৬টি। খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৫টি, জ্বালানি ও বিদ্যুত খাতে ৪টি, টেক্সটাইল খাতে ২৪টি, ওষুধ ও রসায়ন খাতে ১১টি, সার্ভিস এন্ড রিয়েল এস্টেট খাতে ৩টি, সিমেন্ট খাতে ২টি, আইটি খাতে ৫টি, ট্যানারি খাতে ১টি, সিরামিক খাতে ২টি, ইন্স্যুরেন্স খাতে ১৯টি, ট্রেভেল লেইজার খাতে ১ এবং বিবিধ খাতে ৩টিসহ মোট ১৩২টি কোম্পানি প্রায় ৩৪১ কোটি ৯১ লাখ ৯০ হাজার বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৪১৯ কোটি ১৯ লাখ টাকা মূলধন বৃদ্ধি করেছে।

অন্যদিকে ২০১৮ সালে মোট ১৫৪টি কোম্পানি ৩৫৪ কোটি ৭৭ লাখ বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৫৪৭ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার টাকা মূলধন বৃদ্ধি করেছিল।