English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০১৯ ১৩:০৫
সূত্র:

শেয়ারবাজারকে সাপোর্ট দিতে ২ হাজার কোটি টাকা নেবে আইসিবি

শেয়ারবাজারকে সাপোর্ট দিতে ২ হাজার কোটি টাকা নেবে আইসিবি

শেয়ারবাজারের চলমান তারল্য সংকট কাটিয়ে তুলতে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২ হাজার কোটি টাকা নেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি)। এরমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা এবং ৫টি সরকারি ব্যাংক থেকে বাকি ১ হাজার কোটি টাকা নেওয়া হবে। মেয়াদি আমানত হিসেবে এ টাকা নেয়া হবে।

এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বলেন, শেয়ারবাজারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকার জন্য আবেদন করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১ হাজার কোটি টাকা চেয়েছি। এছাড়া সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং বিডিবিএল ব্যাংকের কাছে ২ শত কোটি করে আরও ১ হাজার কোটি টাকা চেয়েছি।

উল্লেখ্য, গত বছরে সরকারের কাছ থেকে ২ হাজার কোটি টাকার বন্ড পায় আইসিবি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে গত ১৮ মার্চ পর্যন্ত ১ হাজার ২৩৬ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।