English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৯ ১৮:২২
সূত্র:

ব্লকে ১৩ প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার লেনদেন

ব্লকে ১৩ প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার লেনদেন

বুধবার (২১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ৩০ লাখ ৪৫ হাজার ৭৭১টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১১ কোটি ৯৭ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ২২ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া আলহাজ্ব টেক্সটাইলের ৭ লাখ ১৫ হাজার টাকার, বিবিএস কেবলসের ৫ লাখ ১২ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪৮ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনেরর ১ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার, আইডিএলসির ৮ লাখ ২৫ হাজার টাকার, ম্যারিকোর ২২ লাখ ৬৩ হাজার টাকার, নাভানা সিএনজির ২৩ লাখ ৩২ হাজার টাকার, পেনিনসুলার ৭ লাখ ৭১ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৯ লাখ ৮৮ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।