English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৯ ১৯:২২
সূত্র:

লুজারের শীর্ষে সিঙ্গার বিডি

লুজারের শীর্ষে সিঙ্গার বিডি

সোমবার (২৫ মার্চ) উভয় সব সূচকেই উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সিঙ্গার বিডির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত রবিবার সিঙ্গার বিডির শেয়ার দর ছিল ২৬৮.৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৯০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭৮.৩০ টাকা বা ২৯.১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন শেয়ার দর ৭.৭৯ শতাংশ কমে লুজারের দ্বিতীয় স্থানে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং ৫.৮১ শতাংশ কমে তৃতীয় স্থানে উঠে আসে ম্যারিকো বাংলাদেশের।

ডিএসই টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে রংপুর ফাউন্ড্রির ৪.৯৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৪.৪৯ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৪.৪৮ শতাংশ, বিচ হ্যাচারির ৪.২৪ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিচ্যুয়াল ফান্ডের ৪.০৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.৬২ শতাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর ৩.৪২ শতাংশ কমেছে।