English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৫২

ব্লক মার্কেটে ১৭ প্রতিষ্ঠানের লেনদেন

অনলাইন ডেস্ক
ব্লক মার্কেটে ১৭ প্রতিষ্ঠানের লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ১১ হাজার ৮২০টি শেয়ার ৩৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লকে সবচেয়ে বেশি টাকার অর্থাৎ ১৩ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া এসিআইয়ের ২৬ লাখ ৫৮ হাজার টাকার, বঙ্গজের ৮ লাখ ২৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৪ লাখ টাকার, ঢাকা ব্যাংকের ২১ লাখ ৩৬ হাজার টাকার, ইফাদ অটোসের ৬২ লাখ ৪০ হাজার টাকার, লিনডে বিডির ১৮ লাখ ৩৭ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ ৪৯ হাজার টাকার, নাভানা সিএনজির ৮৬ লাখ ২ হাজার টাকার, অলিম্পিকের ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৫ লাখ ৬ হাজার টাকার, রেকিন বেনকিজারের ৪২ লাখ ৯৫ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৮৬ লাখ ১৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮৫ লাখ ৮০ হাজার টাকার এবং শাহজিবাজার পাওয়ারের ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।