English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০৪

পুঁজিবাজার বন্ধ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
পুঁজিবাজার বন্ধ বৃহস্পতিবার

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। ওইদিন পুঁজিবাজারে অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। দিনটি উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় ওইদিন দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরই অংশ হিসেব দেশের উভয় স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে।

এদিকে, আগামী ২৪ ফেব্রুয়ারি রোববার থেকে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

উল্লেখ্য, ৬৬ বছর আগে ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষার জন্য বুকের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল বীর সন্তানেরা। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। ওইদিন বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।