English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:২৪

সিলকো ফার্মার আইপিওতে আবেদন শুরুর তারিখ নির্ধারণ

অনলাইন ডেস্ক
সিলকো ফার্মার আইপিওতে আবেদন শুরুর তারিখ নির্ধারণ

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আইপিওতে আবেদন শুরুর তারিখ জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১০ খেকে ১৯ মার্চ (২০১৯) পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন করতে পারবেন সকল প্রকার বিনিয়োগকারীরা।

সম্প্রতি কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর সম্মতিপত্র পেয়েছে। এর আগে কমিশনের ৬৬৯তম সভায় পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের চূড়ান্ত অনুমোদন পায় সিলকো ফার্মাসিউটিক্যালস।

জানা যায়, আইপিও’র মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ৩ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। আর আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারী ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৪১ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোসেস লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।