English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৩৫

এস্কয়ার নিট কম্পোজিটের আইপিও লটারির ড্র আজ

অনলাইন ডেস্ক
এস্কয়ার নিট কম্পোজিটের আইপিও লটারির ড্র আজ

বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের লটারির ড্র’য়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আয়োজিত সময় অনুযায়ী আজ (৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) সকাল ১০টায় অডিটরিয়াম অব ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স (আইইবি), রমনা, ঢাকাতে এ কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে এস্কয়ার নিট। এর মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার প্রতিটি ৪৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এখান থেকে উত্তোলন করা হবে ৯৩ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৯৪০ টাকা। বাকি ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৫০১টির শেয়ার প্রতিটি ৪০ টাকা মূল্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে ছেড়ে ৫৬ কোটি ২৫ লাখ ৪০ টাকা উত্তোলন করা হবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নতুন প্রকল্পের জন্য যন্ত্রপাতি ক্রয়, ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা এবং পুন:মূল্যঅয়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.৮৩ টাকা ও পুন:মূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ২৫.৯৬ টাকায়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।