English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০৩
সূত্র:

ডিএসইতে দুই ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে তিনশ কোটি

ডিএসইতে দুই ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে তিনশ কোটি

ডিএসই সূচক নিম্নমূখী থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই ঘন্টায় লেনদেন তিনশ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার টাকা।এই সময়ের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকও কমেছে।

এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৯৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ পয়েন্ট  কমে অবস্থান করছে ১ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩ পয়েন্টে। লেনেদেন হওয়া ৪২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪২ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪ টির কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭৩৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।