English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৯ ১২:০৪

লভ্যাংশ সংক্রান্ত সভা করবে আরএকে সিরামিকস

অনলাইন ডেস্ক
লভ্যাংশ সংক্রান্ত সভা করবে আরএকে সিরামিকস

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটির বোর্ড সভা আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি ২০১৬ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।