English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৯ ১৫:৪৮

আরো ১৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

অনলাইন ডেস্ক
আরো ১৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিম্নে কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদনের চিত্র তুলে ধরা হলো:

বার্জার পেইন্টস লিমিটেড

তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯.৩৫ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২.৫৫ টাকা।

এদিকে, কোম্পানিটির ৯ মাসে অর্থাৎ (এপ্রিল-ডিসেম্বর‘১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪.২৭ টাকা। সেই হিসেবে ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২.৩৭ টাকা।

এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৪.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭.৬৪ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৮.৭০ টাকা। ৩১ মার্চ ২০১৮ সালে যার পরিমাণ ছিল ১৪২.০৬ টাকা।

বারাকা পাওয়ার লিমিটেড

দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বারাকা পাওয়ার লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল০.৪৫ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.০৯ টাকা।

এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০৫ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.০৮ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.১৬ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭.৪৪ টাকা, ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে যা ছিল ১৮.৮০ টাকা।

এসিআই ফরমুলেশন লিমিটেড

তীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এসিআই ফরমুলেশন লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.১৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.৩৪ টাকা।

এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.২১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.২৭ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.০৬ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০.৯৪ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় ছিল ৯.৫১ টাকা ঋণাত্নক।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৪.১৭ টাকা, ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে যা ছিল ৫৫.৪৫ টাকা।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)

দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান অপরিবর্তীত রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২১ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান অপরিবর্তীত রয়েছে।

এদিকে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৫৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫৪ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান কমেছে ০.০১ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.০১ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.১৪ টাকা, ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে যা ছিল ১৪.৬৭ টাকা।

ইনফর্মেশন টেকনলোজি কনসালটেন্ট (আইটিসি)

২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথম অর্ধে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফর্মেশন টেকনলোজি কনসালটেন্ট (আইটিসি) এর ইপিএস ৩৫ শতাংশ বেড়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অর্ধবার্ষিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫৭ টাকা।

এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.৫১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৪০ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৪৫ টাকা।

বিকন ফার্মাসিটিক্যাল লিমিটেড

অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিকন ফার্মাসিটিক্যাল লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২১ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৪ টাকা বা ৬৬.৬৬ শতাংশ।

এছাড়া শেয়ার প্রতি কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৭৪ টাকা, যা আগের বছরেএকই সময় ছিল ১২.৬৬ টাকা।

সাইফ পাওয়ারটেক লিমিটেড

দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫৫ টাকা।

এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) ইপিএস হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০৯ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.২৬ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.১১ টাকা। ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে যা ছিল ১৬.৯৫ টাকা।

ন্যাশনাল পলিমার

২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথম অর্ধে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের ইপিএস ১০৯ শতাংশ বেড়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অর্ধবার্ষিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯৩ টাকা।

এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.৯৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.১৮ টাকা। ইপিএস বেড়েছে ৪৪৪ শতাংশ।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৪২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.২৬ টাকা।

সিলভা ফার্মাসিটিক্যাল লিমিটেড

অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’১৮) অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিলভা ফার্মাসিটিক্যাল লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫৫ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ৩০.৯০ শতাংশ।

এছাড়া শেয়ার প্রতি কার্যকর নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭০ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫.৯৭ টাকা, ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে যা ছিল ১৭.১১ টাকা।

রহিমা ফুড

২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথম অর্ধে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড লোকসান থেকে মুনাফায় গিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অর্ধবার্ষিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৬ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.২৮ টাকা।

বিবিএস ক্যাবলস লিমিটেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেডের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আগের বছর একই সময়ের চেয়ে কোম্পানির করপরবর্তী মুনাফা বেড়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ কোটি ২ লাখ ৯৯ হাজার টাকা। এ সময় কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩১ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছিল ৪৮ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা। ওই সময় কোম্পানির বেসিক ইপিএস ছিল ৪ টাকা ৬ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ছিল ৩ টাকা ৫৩ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ৭৯ শতাংশ।

এদিকে, ২০১৮ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৪৪ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে করপরবর্তী মুনাফা হয়েছিল ২৯ কোটি ৮০ লাখ ১২ হাজার টাকা। ওই সময় বেসিক ইপিএস ছিল ২ টাকা ৪৮ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ২ টাকা ১৬ পয়সা।

অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)দ্বিতীয় প্রান্তিকের(অক্টোবর-ডিসেম্বর,১৮)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির বেসিক শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ৪৪ পয়সা।

ছয় মাসে(জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭২ পয়সা।

৩১ ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১২ টাকা ৭৩ পয়সা।

অ্যাপেক্স ট্যানারি লিমিটেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ট্যানারি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের(অক্টোবর-ডিসেম্বর,১৮)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩২ পয়সা।

ছয় মাসে(জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা।

পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ লিমিটেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৮)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে বেসিক ইপিএস ছিল ৯৫ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ৯৫ পয়সা।

ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৮)কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির বেসিক ইপিএস ছিল ২ টাকা ৬৪ পয়সা এবং রিস্টার্টেড ইপিএস ছিল ২ টাকা ৬৪ পয়সা।

এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা।আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২৬ পয়সা।

ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৩ পয়সা।

৩১ ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৮ পয়সা।

বার্জার পেইন্টস লিমিটেড

তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯.৩৫ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২.৫৫ টাকা।

এদিকে, কোম্পানিটির ৯ মাসে অর্থাৎ (এপ্রিল-ডিসেম্বর‘১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪.২৭ টাকা। সেই হিসেবে ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২.৩৭ টাকা।

এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৪.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭.৬৪ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৮.৭০ টাকা। ৩১ মার্চ ২০১৮ সালে যার পরিমাণ ছিল ১৪২.০৬ টাকা।