English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৯ ১৫:৪৬

৪২ কোম্পানিতে বিনিয়োগ ঝুঁকি

অনলাইন ডেস্ক
৪২ কোম্পানিতে বিনিয়োগ ঝুঁকি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪২ কোম্পানি রয়েছে যেগুলোর ইপিএস পজেটিভ থাকলেও শেয়ার দর অতিরিক্ত বেড়ে যাওয়ায় এগুলোর পিই রেশিও ৪০ পেরিয়ে গেছে। এছাড়া ইপিএস মাইনাস থাকায় নেগেটিভ পিই রেশিও’তে রয়েছে এমন কোম্পানির সংখ্যা ৩২টি। আর এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

এসিআই লিমিটেড কোম্পানিটির শেয়ার দর ৩৩৮.৫০ টাকা। এর পিই রেশিও ৬৭.১৬। এসিআই ফরমুলেশনের শেয়ার দর ১৫৯.১০ টাকা। এর পিই রেশিও ৯৯.৫৫। এএমবি ফার্মার শেয়ার দর ৭১১.৫০ টাকা। এর পিই রেশিও ২১১.৭৬। আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৭৬.৬০ টাকা। এর পিই রেশিও ৬৬.০৩। এপেক্স ফুডসের শেয়ার দর ১৯৫.৯০ টাকা। এর পিই রেশিও ১৫০.৬৯। এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর ১৪৪.৩০ টাকা। এর পিই রেশিও ৫৩.৪৪। এপেক্স ট্যানারির শেয়ার দর ১৪৭ টাকা। এর পিই রেশিও ৭৬.৫৬। আরামিটের শেয়ার দর ৪১০.২০ টাকা। এর পিই রেশিও ৯৫.৮৪। আজিজ পাইপসের শেয়ার দর ১৮৩.৩০ টাকা। এর পিই রেশিও ৩১৬.০৩।

বঙ্গজের শেয়ার দর ৩২২.৬০ টাকা। এর পিই রেশিও ৭৩.৩২। বিডি অটোকারসের শেয়ার দর ৩২৬.৯০ টাকা। এর পিই রেশিও ১৬২.৮০। বিডি ফাইন্যান্সের শেয়ার দর ২০ টাকা। এর পিই রেশিও ৮৩.৩৩। বিডি ল্যাম্পসের শেয়ার দর ২২২.৪০ টাকা। এর পিই রেশিও ৫০৫.৪৫। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার দর ১২৮.৪০ টাকা। এর পিই রেশিও ৬৮.৩০। সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ২০৫.৭০ টাকা। এর পিই রেশিও ৮৫৭.০৮।

দেশবন্ধু পলিমারের শেয়ার দর ১৬ টাকা। এর পিই রেশিও ১৩৩.৩৩। ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর ১৩৪২.১০ টাকা। এর পিই রেশিও ২০৩.৩৫। ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৫.৫ টাকা। এর পিই রেশিও ৫৯.৭৮ টাকা। ফাইন ফুডসের শেয়ার দর ৩৭.২০ টাকা। এর পিই রেশিও ৩৫৭.৬৯।  জেমিনি সী ফুডের শেয়ার দর ৩৫২.৩০ টাকা। এর পিই রেশিও ১৯১.৪৭। আইসিবির শেয়ার দর ১২৯.৮০ টাকা। এর পিই রেশিও ৭৫.৪৭। ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের শেয়ার দর ২৭.৭০ টাকা। এর পিই রেশিও ৫৩.২৭।

জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ৩৮৪.৫০ টাকা। এর পিই রেশিও ৭০.১৬। কে অ্যান্ড কিউয়ের শেয়ার দর ২১৫.৮০ টাকা। এর পিই রেশিও ৩৫৯.৬৭। লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ২৮.৭০ টাকা। এর পিই রেশিও ৮২.৭৯। লাফার্জ হোলসিম বাংলাদেশের শেয়ার দর ৪৫.৫০ টাকা। এর পিই রেশিও ৮১.২৫। লিবরা ইনফিউশনের শেয়ার দর ৮৮৮.৪০ টাকা। এর পিই রেশিও ৯৬.১৫। মেঘনা সিমেন্টের শেয়ার দর ৯৬.৮০ টাকা। এর পিই রেশিও ৪৯.৩৯। মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৯.২০ টাকা। এর পিই রেশিও ৭৬.৬৭।

মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর ২৮.৬০ টাকা। এর পিই রেশিও ৮৯.৩৮। মুন্নু জুট স্ট্যালার্সের শেয়ার দর ১৫০১.৩০ টাকা। এর পিই রেশিও ৪৩.৮৫। ন্যাশনাল ফিড মিলের শেয়ার দর ১৩.১০ টাকা। এর পিই রেশিও ১০৯.১৭। নর্দার্ন জুটের শেয়ার দর ১১২০.৫০ টাকা। এর পিই রেশিও ৫০.৫২। প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ১৩ টাকা। এর পিই রেশিও ২৪৩.৭৫। রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ১০০৯.৮০ টাকা। এর পিই রেশিও ৩৬০.৬৪। সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ১৮.৪০ টাকা। এর পিই রেশিও ৫১.১১। সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর ২৯ টাকা। এর পিই রেশিও ৪৫.৩১।

সোনালী আঁশের শেয়ার দর ৬৬৩.৬০ টাকা। এর পিই রেশিও ২০৭৩.৭৫। স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ১৭৬.৮০ টাকা। এর পিই রেশিও ১১৯.৪৬। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ার দর ১২.২০ টাকা। এর পিই রেশিও ৭৬.২৫। তসরিফা ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর ২৩.৪০ টাকা। এর পিই রেশিও ৫৩.১৮। ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ১৬.১০ টাকা। এর পিই রেশিও ১২০.৭৫।

এছাড়া ইপিএস মাইনাস হওয়ায় ৩২ কোম্পানির পিই রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে। কোম্পানিগুলো হলো: জিলবাংলা সুগার (শেয়ার দর ৪৫.৮০ টাকা), ইয়াকিন পলিমার (১৫.৭০ টাকা), উসমানিয়া গ্লাস (১১৪.৬০ টাকা), ইউনাইটেড এয়ার (৩ টাকা), তাল্লু স্পিনিং (৭.৪০ টাকা), সোনারগাঁও টেক্সটাইল (৪১.৩০ টাকা), শ্যামপুর ‍সুগার (৩৭.৮০ টাকা), সমতা লেদার (৫৪.৯০ টাকা), প্রাইম ফাইন্যান্স (১১.১০ টাকা), মোজাফফর হোসেন স্পিনিং মিলস (১৫.৮০ টাকা), মেঘনা পেট (১৮.৩০ টাকা), মেঘনা কনডেন্সড মিল্ক (২৭.৮০ টাকা), কেপিপিএল (১৮.৮০ টাকা), জুট স্পিনার্স (১২৬.৪০ টাকা), ইমাম বাটন (২৭.৪০ টাকা), আইসিবি ইসলামী ব্যাংক (৪.৬০ টাকা), হাক্কানি পাল্প (৮২.৭০ টাকা), জিকিউ বলপেন (৮১.১০ টাকা), গোল্ডেন সন (১১.৫০ টাকা), আলহাজ্ব টেক্সটাইল,অলটেক্স, এ্যাপোলো ইস্পাত, আরামিট সিমেন্ট, এটলাস বাংলাদেশ, বে-লিজিং, বিডি সার্ভিস, বিডি ওয়েল্ডিং, বীচ হ্যাচারি, বিআইএফসি, বেক্সিমকো সিনথেটিকস, ঢাকা ডাইং এবং ফারইষ্ট ফাইন্যান।