গ্রামীণফোনের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৫৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এর আগে কোম্পানিটি একই অর্থবছরে শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন সময়ে ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের দেয়া হয়েছে। সব মিলিয়ে কোম্পানিটি ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৬.০৪ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৩৮ টাকায়।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল, সকাল সাড়ে ১০টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), হল-১, জোয়ারসাহারা, খিলখেত, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৫৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এর আগে কোম্পানিটি একই অর্থবছরে শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন সময়ে ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের দেয়া হয়েছে। সব মিলিয়ে কোম্পানিটি ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৬.০৪ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৩৮ টাকায়।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল, সকাল সাড়ে ১০টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), হল-১, জোয়ারসাহারা, খিলখেত, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।