English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১৩:৪৮
সূত্র:

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৯ কোম্পানি

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৯ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনার পর্ষদের বোর্ড সভার তারিখ নির্ধারন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : সালভো কেমিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি, আরডি ফুড, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, ডেল্টা স্পিনার্স এবং হাক্কানি পাল্প।

কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যালের ৩০ জানুয়ারি বিকাল ৩টায়, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৩০ জানুয়ারি বিকাল ৪টায়, একমি ল্যাবরেটরিজের ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, বিচ হ্যাচারির ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়, আরডি ফুডের ৩০ জানুয়ারি বিকাল ৩টায়, ইউনাইটেড পাওয়ারের ৩১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, লিগ্যাসি ফুটওয়্যারের ৩০ জানুয়ারি বিকাল ৪টায়, ডেল্টা স্পিনার্সের ৩১ জানুয়ারি বিকাল ৩টায় এবং হাক্কানি পাল্পের বোর্ড সভা ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।