English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১৩:৩৮
সূত্র:

সাবমেরিন কেবলে ৯০ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা

সাবমেরিন কেবলে ৯০ কোটি টাকার অতিরঞ্জিত মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কর্তৃপক্ষ ৯০ কোটি টাকার বেশি মুনাফা দেখিয়েছেন। ঝুকিপূর্ণ পাওনার বিপরীতে সঞ্চিতি গঠন না করে এই অতিরিক্ত মুনাফা দেখানো হয়েছে। যাতে কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড অপিনিয়ন) করেছেন।

বাংলাদেশ সাবমেরিন কেবলের ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই মন্তব্য করেছেন।

বিটিসিএলের কাছে বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯৯ কোটি ৫৪ লাখ টাকা পাওনা রয়েছে। যার পুরোটাই আদায় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষক। তবে কোম্পানি কর্তৃপক্ষ এই সম্ভাব্য লোকসানের বিপরীতে মাত্র ৯ কোটি ২১ লাখ টাকার সঞ্চিতি গঠন করেছে। এক্ষেত্রে ৯০ কোটি ৩৩ লাখ টাকার কম সঞ্চিতি গঠন করা হয়েছে। যাতে একই পরিমাণ বেশি মুনাফা দেখানো হয়েছে।

উল্লেখ্য রবিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর দাড়িঁয়েছে ১২৭.৩০ টাকায়।