English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১১:১৩
সূত্র:

আজিজ পাইপসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আজিজ পাইপসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপসের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ১৮ পয়সা । আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ১৮ শেষে একত্রিত করা আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) লোকসান হয়েছ ১৭ টাকা ২৪ পয়সা এবং ৩০ জুন, ১৮ শেষে কোম্পানির এনএভি লোকসান ছিল ১৮ টাকা ৪১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির একত্রিত করা আর্থিক প্রতিবেদনে নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ারে লোকসান হয়েছে ১২ টাকা ৪৮ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৮৬ পয়সা।

কোম্পনিটি বলছে, গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি ও অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে ইপিএস হ্রাস পেয়েছে এবং গত বছর তুলনায় সরবরাহকারীদের সরবরাহ বৃদ্ধির কারণে এনওসিএফপি বৃদ্ধি পেয়েছে।