English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৯ ১৩:৩৮
সূত্র:

এসএস স্টিলের ৪০৭ শতাংশ দর বৃদ্ধি

এসএস স্টিলের ৪০৭ শতাংশ দর বৃদ্ধি

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ করে গত বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একযোগে লেনদেন শুরু করেছে এস এস স্টিল। লেনদেন শুরুর প্রথম কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪০৭ শতাংশ বা ৪০.৭০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। লেনদেনের শুরুতে ৪০০ শতাংশ বেড়ে ৫০ টাকায় লেনদেন শুরু করে কোম্পানিটি।

আইপিওতে কোম্পানিটির ইস্যু মূল্য ছিল ১০ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৪৪ টাকা থেকে সর্বোচ্চ ৫৫ টাকায় হাতবদল হতে দেখা গেছে। দিনশেষে কোম্পানিটির সমাপনী শেয়ার দর ছিল ৫০.৭০ টাকা। বিনিয়োগকারীদের সক্রিয়তায় ডিএসইতে কোম্পানিটির ৭৫ লাখ ৩৭ হাজার ৬২৫টি শেয়ার লেনদেন হয়েছে। 

এর আগে পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকা সংগ্রহে ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর বিনিয়োগকারীদের কাছে থেকে আবেদন সংগ্রহ করে কোম্পানিটি। গত ১৭ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির আইপিও অনুমোদন করে।