English Version
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১০:৩৫

বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক মঙ্গলবার

অনলাইন ডেস্ক
বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক মঙ্গলবার

পুঁজিবাজার রিপোর্টঃ দীর্ঘদিন যাবৎই নিম্নমূখী অবস্থায় রয়েছে পুঁজিবাজা্র। আজ ডিএসইর প্রধান সূচক প্রায় ২ বছরের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে। আর গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন লেনদেনও হয়েছে। তাই চলমান বাজার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২৩ অক্টোবর) শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে। ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আইসিবিতে জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএসইসি, আইসিবি, ডিবিএ, স্টক এক্সচেঞ্জসহ অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, দেশের পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। বড় পতনে প্রতিদিনই বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে। তাই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবে সংগঠনগুলো।

বৈঠকে বজারের বড় পতন রক্ষা করতে ইতিবাচক পদক্ষেপ নিয়ে আলোচনা করবে সংগঠনগুলো।