English Version
আপডেট : ২৮ জুন, ২০১৮ ১৭:৫০

ডিএসইর নোটিশের জবাব দিল ৮ কোম্পানি

অনলাইন ডেস্ক
ডিএসইর নোটিশের জবাব দিল ৮ কোম্পানি

শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত আটটি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তবে সবগুলো কোম্পানিই জানিয়েছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি আটটি হলো : ফার্মা এইডস, সোনালী আঁশ, এমবি ফার্মা, সাভার রিফ্রাক্টরিজ, কুইন সাউথ টেক্সটাইল, এপেক্স ফুটওয়্যার, ফু-ওয়াং ফুডস এবং লিবরা ইনফিউশন।

জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার দর সাম্প্রতিক সময়ে বেড়েই চলছে। কোম্পানিগুলোর শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। কোম্পানিগুলোর শেয়ার দর এভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশও দিয়েছে ডিএসই। কিন্তু কোম্পানিগুলোর পক্ষ থেকে আলাদা ভাবে জানানো হয়েছে শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।   উল্লেখ্য, ফার্মা এইডসের শেয়ার দর ৩ কার্যদিবসে ৮৩.৫০ টাকা বা ১৪ শতাংশ, সোনালী আঁশের ২ কার্যদিবসে ৫২.২০ টাকা বা ১৮ শতাংশ, এমবি ফার্মার ৩ কার্যদিবসে ৮৪.৩০ টাকা বা ১৭ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ২ কার্যদিবসে ৩১.১০ টাকা বা ২১ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৬ কার্যদিবসে ১১.৪০ টাকা বা ২২ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮ কার্যদিবসে ৫২.৩০ টাকা বা ১৭ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৭ কার্যদিবসে ৩.৫০ টাকা বা ২২ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ১৭ কার্যদিবসে ৬৪৭.৫০ টাকা বা ১২৮ শতাংশ বেড়েছে।