শেয়ারবাজারে সবচেয়ে বিনিয়োগযোগ্য কেয়া কসমেটিকস

শেয়ারবাজারে বর্তমানে মুনাফার তুলনায় সবচেয়ে কম দরে অবস্থান করছে কেয়া কসমেটিকসের শেয়ার। যে শেয়ারটি থেকে মাত্র ৩ বছরেই বিনিয়োগ ফেরত পাওয়া যাবে। এরপরেই রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। তবে এক্ষেত্রে ভাল অবস্থানে রয়েছে বীমা খাত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ১৫টি কোম্পানির শেয়ারে মুনাফার তুলনায় বিনিয়োগ ৭ বছরের মধ্যে ফেরত পাওয়া যাবে। এরমধ্যে সবচেয়ে বেশি রয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতের ৬টি কোম্পানি এই তালিকায় রয়েছে। আর ব্যাংক খাতের রয়েছে ৫টি কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, রূপালি ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
বুধবার (২৭ জুন) লেনদেন শেষে কেয়া কসমেটিকসের শেয়ার দর দাড়িঁয়েছে ৯.১০ টাকায়। আর কোম্পানিটির চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা। এ হিসাবে বছরে ইপিএস হবে ২.৬৪ টাকা। আর এই মুনাফার হিসাবে কোম্পানিটি থেকে ৯.১০ টাকার বিনিয়োগ ফেরতে লাগবে ৩.৪৮ বছর। অর্থাৎ বাৎসরিক রিটার্নের হার হবে ২৯ শতাংশ।
অন্য কোম্পানিগুলোর মধ্যে নর্দার্ণ ইন্স্যুরেন্সে থেকে বিনিয়োগ ফেরতে লাগবে ৪.৫২ বছর। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক থেকে ৫.০৬ বছর, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স থেকে ৫.৫০ বছর, সাউথইস্ট ব্যাংক থেকে ৫.৯৬ বছর, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স থেকে ৬.০১ বছর, প্রিমিয়ার ব্যাংক থেকে ৬.১১ বছর, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৬.১৯ বছর, উত্তরা ফাইন্যান্স থেকে ৬.৩০ বছর, ঢাকা ব্যাংক থেকে ৬.৪৫ বছর, রূপালি ইন্স্যুরেন্স থেকে ৬.৪৭ বছর, প্রভাতি ইন্স্যুরেন্স থেকে ৬.৫১ বছর, পাইওনিয়ার ইন্স্যুরেন্স থেকে ৬.৬২ বছর, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড থেকে ৬.৮৮ বছর ও পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড থেকে বিনিয়োগ ফেরত পেতে ৬.৯৪ বছর লাগবে।