রেকর্ড সময়ে যমুনা ব্যাংকের এজিএম সম্পন্ন

শুরুতেই শেষের বাঁশি বাজিয়ে সম্পন্ন হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের যমুনা ব্যাংকের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। রেকর্ড সময়ে মাত্র পনের মিনিটে এজিএম কার্য সম্পন্ন করলেন সঞ্চালক। এর মধ্যে ৮ মিনিটেই ছিল কোরআন তেলাওয়াতসহ মোনাজাত। বাকী মিনিটে এজেন্ডা অনুমোদনে ব্যস্ত ছিল সঞ্চালক।
রোববার সকাল ১০টায় রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে নাটকীয় এ এজিএম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররাফ হোসাইন।
যমুনা ব্যাংকের এজিএম সাধারণ শেয়ারহোল্ডারদেরকে উপেক্ষা করা হয়েছে। যাতে শেয়ারহোল্ডাররা কোম্পানি সম্পর্কে তাদের অভিমত প্রকাশ করতে সুযোগ পাননি। নির্ধারিত কাগুজে সম্মতি টেনে তড়িঘড়ি করে মাত্র ১৫ মিনিটেই কোম্পানিটির এজিএম সম্পন্ন করে।
এজিএমে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের বক্তব্য ছাড়াই কোম্পানির পূর্ব ঘোষিত আলোচ্য বিষয়গুলো (এজেন্ডা) অনুমোদন হয়। এ সময় কোম্পানির সুবিধাভোগী ম্যানেজ পার্টির সক্রিয়তা ছিল লক্ষ্য করার মতো। এছাড়া এজিএমে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররাফ হোসাইন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেনি কোনো কথা।
এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরে জন্য ঘোষিত ২২ স্টক শতাংশ ডিভিডেন্ডসহ মোট ৪টি আলোচ্যসূচি (এজেন্ডা) অনুমোদিত হয়।
বাকি আলোচ্যসূচিগুলো হলো- ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক বিবরনী, পরিচালক নির্বাচনসহ নিরীক্ষক নিয়োগ অনুমতি।
সভায় আরও উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, কোম্পানির পরিচালক গোলাম দস্তগীর গাজী, মো. তাজুল ইসলাম, বেলাল হোসেন সিরাজী, ইঞ্জিনিয়ার মো. আতিকুল রহমান, কানুতোষ মজুমদার, শাহীন মাহমুদ, মো. ইসমাইল হোসেন সিরাজী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, সচিব এম এ রউফ প্রমুখ।
‘এ’ ক্যাটাগরির যমুনা ব্যাংক শেয়ারবাজারে ২০০৬ সালে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬১৪ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে (২৪ জুন) পিই রেশিও ৭.৬ পয়েন্ট। শেয়ার প্রতি দর দাঁড়িয়েছে ১৫.৯০ টাকা। কোম্পানিটির মোট শেয়াররের মধ্যে ৫০.২৪ শতাংশ শেয়ার ধারন করছেন উদ্যোক্তা/পরিচালকেরা। বাকী শেয়ার ধারন করছেন প্রাতিষ্ঠানিক ও সাধারন বিনিয়োগকারী।